স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘‘জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা এটি ভালোভাবে বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’’
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এতে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে উল্লেখ করা হবে।
ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে, যা অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে প্রণয়ন করেছে।
ইএইচ