বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এলে দেড় মাসের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া জনগণের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
বুধবার বিকালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠেছে। আমাদের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে, তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
তিনি আরও জানান, “বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।”
সমাবেশে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরে।
পরে নিউমার্কেট মোড় থেকে একটি বিজয় র্যালি বের করা হয়, যা কোতোয়ালী, লালদীঘি, আন্দরকিল্লা হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ ও র্যালিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্যাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইএইচ