তিনে ব‌্যাটিং করা সবসময়ই পছন্দ আমার: আফিফ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১২:৩৪ পিএম

তিন নম্বরে খেলতে নেমে পুরো সময়টাই ক্রিজে ছিলেন আফিফ হোসেন। এর সুবাদে দলও জিতেছে।

৫২ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন তিনি। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে এক ম্যাচ পর জয়ের দেখা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তিন নম্বরে নামায় বাড়তি সময় পেয়েছেন, ম্যাচও বের করতে পেরেছেন। বেশি বল হাতে থাকলে আফিফের এমন ইনিংস আছে জাতীয় দলেও। কিন্তু তাকে নামতে হয় পরে। একটু আগে নামলে কি ভালো হয় আফিফের জন্য?

এ নিয়ে ঢাকা ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ‌্যবোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন‌্য একটু কঠিন হয়ে যায়। ’

তিন নম্বরে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নে আফিফ বলেন, ‘তিনে ব‌্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ’

‘আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। কখনো চিন্তা করি না যে, আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ওই নাম্বারে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম‌্যাচ জিতিয়ে বের হওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি।’

এবি