ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। গ্যালারিতে বসেই দেখতে হয়েছে সিনসিনাটির বিপক্ষে তার দলের ড্র করা। কিন্তু পরের ম্যাচেই তিনি আবার ফিরলেন ম্যাচ জয়ের নায়ক হয়ে।
আজ (৩১ জুলাই) অ্যাটলাসের বিপক্ষে মেসির জোড়া অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এইদিন মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মায়ামিকে আজ ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করতে দেখা যায়। মায়ামির ২-১ গোলের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি। সিনসিনাটির বিপক্ষে ড্রয়ের পর দলের সেরা তারকাকে পেয়ে আজ যেন পুরো টিম আবার জ্বলে উঠেছিল। ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েই জয় তুলে নিয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সেগেভিয়ার গোলে ৫৮তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। বুসকেটস ও মেসি হয়ে বক্সে বল পেয়ে এক স্পর্শেই লক্ষ্যভেদ করেন করেন সেগোভিয়া। গোলরক্ষককে একা পেয়েও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি।
এরপর ম্যাচের ৮০তম মিনিটে অ্যাটলাসকে সমতায় ফেরায় রিভালদো লোজানো। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বাম পায়ের শটে পোস্টের ডান কোণা দিয়ে বল জালে জড়ান লোজানো। স্কোরলাইন ১-১ পরিণত হলে খেলা বেশ জমে ওঠে এরপর।
ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলা ড্র ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসির সহায়তায় মার্সেলো ভাইগান্ট বল জাড়িয়ে ব্যবধান ২-১ করেন। এতেই ইন্টার মায়ামির জয় নিশ্চিত হয়ে যায়।
এই জয়ে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দারুণ এক শুরু করলো মেসি-সুয়ারেজরা। এদিন মায়ামির জার্সিতে প্রথমবার মাঠে নামলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ডি পল। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
বিআরইউ