রাতে মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১০:৪৪ পিএম

বর্তমানে ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন ৯০ মিনিটের মহারণে। এটা বলার আর অপেক্ষা রাখে না, কাদের নিয়ে কথা হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান।

আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ির সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় সময় অনুসারে আজ রাত ১১ টায় পিএসজির বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত একটি একাদশ।

যে দলকে সৌদি অল স্টার একাদশ বলা হচ্ছে। ওই ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন মেসি এবং রোনাল্ডো। জেনে নিন আজকে প্রতিবেদনে।

সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলা হয়ে ওঠেনি রোনাল্ডোর। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে চাপিয়ে ম্যাচ খেলতে নামবেন। তাও আবার সামনে প্রতিপক্ষ মেসির পিএসজি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও।

তবে ভারতের কোনও টেলিভিশন চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে না। পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।