টি-টোয়েন্টি সিরিজে ১ম ম্যাচে

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৬:৫৩ পিএম

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২  রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃষ্টির কারণে আইরিশদের যে লক্ষ্য দাঁড়ায় তাতে ওভারপ্রতি ১৩ করে প্রয়োজন ছিল পল স্টার্লিংদের। এমন লক্ষ্যেও শুরুটা ভালোই করেছিল আইরিশরা। ওপেনারদের ঝোড়ো শুরুতে দুই ওভারে ৩২ রান আসে সফরকারীদের। তবে এরপরই রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশি বোলাররা। আসে দ্রুত কিছু উইকেটও। তাতে শেষ পর্যন্ত আর প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি আয়ারল্যান্ড। জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সাকিব আল হাসানের দল।

ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান করার। কিন্তু বৃষ্টিতে পন্ড হয় সে সুযোগ। ডিএলএস মেথডে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ১০৪ রানের। সেই লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ৮১   রানে থামে সফরকারীদের ইনিংস।

সোহাগ