টি-টোয়েন্টি সিরিজ

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আমিরাত

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৯:০৮ পিএম

আর আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ। তার আগে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হলো টস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেন স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে।

শক্তি ও সামথ্যের বিচারে অবশ্যই আরব আমিরাতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তারওপর, নতুন অধিনায়ক লিটন দাসের অধীনে নতুন একটি দল নিয়ে এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সে অর্থে, যেমন বাংলাদেশ দলের জন্য বড় একটি পরীক্ষা, তেমনি নিজেদের প্রমাণের মঞ্চও। তাতে কেমন করে টাইগাররা সেটাই দেখার বিষয়।

পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ে আনা হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাজমুল হোসেন শান্তকে একাদশেই রাখা হয়নি।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আরব আমিরাত একাদশ

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পরাশার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলি, মোহাম্মদ জাওয়াদুল্লাহ।

আরএস