ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরিতে ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১১:৩৯ এএম

ডিএফবি-পোকালে রট-ভাইস এসেনের বিপক্ষে জয় পেলেও বরুসিয়া ডর্টমুন্ডকে ভুগতে হলো এক অপ্রত্যাশিত আঘাতে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন দলের ব্রাজিলিয়ান তারকা ইয়ান কুটো।

মঙ্গলবার রাতে ৯৪তম মিনিটে এসেনের বদলি খেলোয়াড় কেলসি ওউসুর বেপরোয়া ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন কুটো। ঘটনাটিকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।

কোভাচ ম্যাচশেষে জার্মান সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টস–কে বলেন, ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে। খুব বাজেভাবে লাথি খেয়েছে। জীবনে এমন ট্যাকল খুব কমই দেখেছি। এখন বরফ দিয়ে চেপে ধরা হচ্ছে। 

আশা করছি কিছু ভাঙেনি। তবে এটা নিশ্চিতভাবে গুরুতর এক আঘাত।

তিনি আরও বলেন, বল তখন অনেক দূরে চলে গেছে। অথচ ট্যাকল সরাসরি হাঁটুতে লেগেছে। এটা খেলার গণ্ডি ছাড়িয়ে গেছে। আমি নিশ্চিত ওটা ইচ্ছাকৃত ছিল না, কিন্তু ভয়াবহ ছিল।

ওই ফাউলের জন্য এসেনের বদলি খেলোয়াড় কেলসি ওউসু পরে দুঃখ প্রকাশ করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বর্ণবাদী মন্তব্য ও কটূক্তির শিকার হতে হয়েছে।

ডর্টমুন্ড চিকিৎসক দল জানায়, বুধবার কুটোর বিস্তারিত মেডিকেল পরীক্ষা হবে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

জেএইচআর