Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

খুলনায় আ. লীগের ৩৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৪:৩৫ এএম


খুলনায় আ. লীগের ৩৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

খুলনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ৩৬ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। 

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের ব্যাপারে দলের অবস্থান কঠোর। 

সভায় বিদ্রোহী যে ৩৬ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, তারা তিনদিনের মধ্যে বিবৃতি দিয়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে, তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

তিনি এও জানান, যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেসব নেতাকর্মীকেও সতর্ক করে তিনদিনের সময় দেওয়া হয়েছে। তারা তিনদিনের মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমারসংবাদ/ইএফ