Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল তুরিন আফরোজ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:৫০ পিএম


প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল তুরিন আফরোজ ফাউন্ডেশন

নীলফামারীর জলঢাকায় এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক শিশু – কিশোরদের মুখে মাস্ক পরে শতাধিক রিক্সা/ভ্যান যোগে র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে ১০ পাউন্ডের একটি জন্মদিনের কেক কাটেন। পরে আনন্দ মিছিলসহকারে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। জন্মদিনের শুভ সূচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।

এসময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনবৃত্তান্ত নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ব্যারিষ্টার তুরিন আফরোজ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার বিশ্বস্ত ঠিকানা বিশ্বজয়ের স্বপ্নসারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান সমন্নয়ক এনামুল হক, শিক্ষক সংঘের সভাপতি অনিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সপিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায় সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায় ও উপজেলা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক প্রমুখ।

আমারসংবাদ/ইএফ