Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

কালীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী'র শোক 

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২১, ০৭:৫৫ এএম


কালীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী'র শোক 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

রবিবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয়  নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে কালীগঞ্জ তথা বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলায় বিশাল শুণ্যতার সৃষ্টি হলো। 

মন্ত্রী প্রয়াত অধ্যাপক বাবু বিজয় কুমার রায়-এর আত্মার সদগতি কামনা করেন ও  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় ০২ অক্টোবর ২০২১(শনিবার) রাত ১১.৩০ টায় কালীগঞ্জে নিজ বাসভবনে  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ০২ ছেলে, ০২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমারসংবাদ/ইএফ