Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫,

সারাদেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ১০:৫৫ এএম


সারাদেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে সারাদেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন-ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন আয়োজনে দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার  (৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও নলছিটি পৌরসভার সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় নলছিটি উপজেলা ছাত্র লীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, লছিটি উপজেলা যুবলীগের আহবায়ক মো. দুলাল শরীফ, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, জেলা ছাত্র লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাসুদ মধু, সাধারণ  সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ,নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম বাবলু,আবুল খায়ের খায়রুল ,সাইফুল সরদার, উপজেলা ছাত্রলীগের সাবে সভাপতি মো.ওয়াসিম হাওলাদার,কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতাদের উদ্দেশ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, আগামী জাতীয় নির্বাচনের বাকি আর অল্পদিন তাই নিজ নিজ ইউনিটকে শক্তি শালী করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মা বাবাকে সম্মান করবে তারা ছাত্রলীগ করবে, যারা মা বাবাকে সম্মান করবে না, মাদকসেবন, সন্ত্রাস করবে তাদের স্থান  ছাত্রলীগে হবে না, যারা অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে তাদের বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনে জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জেলা ছাত্র লীগের সভাপতি বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। তারপর থেকেই ছাত্রলীগ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তেমনি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীদের  আমির হোসেন আমু এমপির নেতৃত্বে  কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এরপর যখন বিএনপি ক্ষমতায় আসে তাদের স্বার্থ রক্ষার জন্য  ছাত্রদল প্রতিষ্ঠা করে। তারা তাদের স্বার্থ রক্ষাই করে গেছে। কিন্তু ছাত্রলীগে সবসময় বাঙালী জাতীর জন্য  কাজ করে গেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে ছয়দফা আন্দোলনের ঘোষনা দিয়েছিলেন সেই ছয়দফা অনুযায়ী ছাত্রলীগ কাজ করে গেছেন। এছাড়া মুক্তিযুদ্ধেও ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ছাত্রলীগের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং আগামীতে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে ভাবতে হবে।

বরিশাল প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল নগরীসহ জেলার প্রত্যেকটি উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে জেলা ও মহানগর ছাত্রলীগ দলীয় কার্যালয়ে প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র‌্যালি-শোভাযাত্রা করে। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেন জেলা ও মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াত এবং সাধারণ সম্পাদক আ. রাজ্জাকসহ জেলা, মহানগর ও উপজেলা ছাত্রলীগের নেতারা।  অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম জামাল হোসে, সম্পাদক ও পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ দলীয় নেতা-কর্মীরা।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যা লী, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েম সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

চৌহালী প্রতিনিধি:  সিরাজগঞ্জের চৌহালীতে  নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে  (৪ জানুয়ারী) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাএলীগের সিনিয়র  সহ সভাপতি রোকনুজ্জামান রকুর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল  মমিন মন্ডল এমপি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্যার  সঞ্চালনায় এ সভায় অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আ'লীগের নবনির্বাচিত  সভাপতি , সাবেক  ছাত্রনেতা মো : তাজ উদ্দিন  আহমেদ, সাধারণ  সম্পাদক  ও উপজেলা চেয়ারম্যান  ফারুক  হোসেন  সরকার, সাবেক  সভাপতি আলহাজ্ব  হজরত  আলী মাষ্টার,আবু নজির মিয়া,  সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্মসাধারণ  নুর মোহাম্মদ  চৌধুরী সন্জু, ভাইস  চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,খাষকাউলিয়া  ইউনিয়ন আ'লীগের সভাপতি, নবনির্বাচিত ইউপি  চেয়ারম্যান , আবু ছাইদ  বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান  আবুল কালাম মোল্যা , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের   সভাপতি , ভিপি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক  আরিফ  সরকার  , যুগ্মসাধারণ রাজিব সরকার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক  রমজান প্রামাণিক,  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  মিয়া রবিউল  ইসলাম , কিরন মোল্যা, দীন  মোল্যা , রাকিব মোল্যা প্রমুখ ৷"

নীলফামারী প্রতিনিধি: সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারী জেলা ছাত্রলীগ পালন করেছেন। মঙ্গলবার দুপুরে, জেলা পরিষদ সুপার মার্কেটের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে, কেক কেটে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু,  সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান,  সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে এবং সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার  বলেন, ৭৪বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা আগামী ১২জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: আবুল কালাম মৃধা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিবসটি উদযাপনের আয়োজন করেন উপজেলা ,পৌর ও কলেজ ছাত্রলীগ।  উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস,  সহ- সভাপতি নাদের আলী মিয়া, মুজিবুর রহমান হাওলাদার,  কৃষ্ণ প্রষাদ মজুমদার,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খানঁ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল,  ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজঁ বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সহ- প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক শেখ মোঃ টুটুল। পৌর যুবলীগ সভাপতি জামাল শেখ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, সাবেক যুগ্ন আহবায়ক দুলাল শেখ,  উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি রাসেল শেখ,অপুর্ব রায়, সাজ্জাদ সুমন, জুয়েল মুস্নি, সামিম দাড়িয়া,সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার প্রমুখ উপস্হিত ছিলেন।পরে কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতারা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা,আনন্দ, উল্লাসে ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোয়াশার বুক চিরে সংগঠনটির চুয়াডাঙ্গাস্থ নিজেস্ব দলীয় কার্যালের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা (ছাত্রীগের পতাকা) উত্তলোনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষীকির কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিন-পশ্চিম রণাঙ্গনের সংগ্রামী জননেতা চুুয়াডাঙ্গা জেলা আওয়ামীলিগের সভাপতি চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। ছাত্রলীগের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিক। পতাকা উত্তোনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুুুুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এছাড়া সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের  শত শত নেতা-কর্মিদের সমন্বয়ে ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবরী রোডস্থ জেলা আওয়ামীলিগের পুরাতন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলিগের সভাপতি সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আসমানের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু সহ জেলা ছাত্রলীগের নেতাগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।এরপর জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। তিনি কেক কেটে ছেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিকের মুখে তুলে দেন। সব শেষে দেশের উন্নয়ন অগ্রগতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও র্যালির আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ৭টা ১ মিনিটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ১১টায় পৌরমঞ্চে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ফকরুল ইসলাম মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী মাসুদ জুয়েল, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমির কৃষ্ণ পাল, দপ্তর সম্পাদক সমির দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক মো. শাহিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান ডিউক, সভাপতি ইসরাত হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান মেহেরান, সাধারণ সম্পাদক মো. বাপ্পি হাওলাদার, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রনি খান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা, পৌর, কলেজ শাখা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান করা হয়। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শূভ সূচনা হয়। পরে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী উপজেলার জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেত হয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেত হয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষারের সঞ্চলনা ও সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন, সহ সভাপতি মোঃ বদরুল ইমাম মিল্টন, আবুল বাসার সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়োজিদ বোস্তামী বাধন প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান খুশু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল রাকিব, মোঃ লোকমান হোসেন, মোঃ সজল পোদ্দার, মোঃ শরিফুল রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর দশমিনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ মঙ্গলবার দিবসটি উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সবুজ মহল্লাদারের সভাপতিত্বে ও সম্পাদক হাসান সেরনিয়াবাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ,উপজেলা আ.লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,গৌতম রায়,রাকিব হোসেন ও মো. হাফিজ প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গৌরব ঐতিহ্য ও সংগ্রামের মধ্যদিয়ে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন-উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।  মডেল থানা ছাত্রলীগের সভাপতি  ইমাম হাসানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, সাবেক সাধারণ সম্পাদক ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, সাবেক সাধারণ সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ, শাহজালাল অপু,রেজাউল করিম রিপন, সোহেল মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরার পাশাপাশি অনলাইনে গুজব রটানোকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহবান জানান।

কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে লড়াই-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যবহ বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন  করেছে কাউনিয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার  (০৪জানুয়ারি) দুপুরের জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা ঘটে। এরআগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জামিল হোসাইনের   সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ  সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমশের আলী, যুব মহিলালীগ সভাপতি হাসনা পারভিন মুক্তি,  বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক দিলদার আলী,  বালাপাড়া ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  সুশান্ত সরকার,  সাবেক সাধারণ সম্পাদক  আশিকুর রহমান আশিক,বালাপাড়া  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু  সহ প্রমুখ টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  অনোয়ারুল ইসলাম রানা সাধারণ সম্পাদক  সোহেল রানা, রিচন সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহর ভালুকায় বাংলাদশ ছাত্রলীগর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়ছ। মঙ্গলবার (০৪জানুয়ারি) সকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে ৭৪পাউন্ড ওজনের কেক কাটা শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌরসভার প্রধান সড়কগুলা প্রদক্ষিণ শেষ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগর সদস্য আলহাজ এম.এ.ওয়াহেদ। এসময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজলা ছাত্রলীগর সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, ছাত্রলীগ নেতা ইমরান সরকার, অনিক হাসান প্রমূখ।

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জরে ভৈরবে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ভৈরবের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজকাচারী মাঠে জড়ো হয়। পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় । র্যালি শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে রাজকাচারী মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি  আমির হামজার সভাপতিত্বে আলোচানাসভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,  কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌরআওয়ামীলীগ সভাপতি এস.এম বাকিবিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।
 
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা অডোটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাবেক সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক মুক্তা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব পান্নু প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণ করেন। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বরিশাল প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল নগরীসহ জেলার প্রত্যেকটি উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে জেলা ও মহানগর ছাত্রলীগ দলীয় কার্যালয়ে প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র্যালি-শোভাযাত্রা করে। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেন জেলা ও মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াত এবং সাধারণ সম্পাদক আ. রাজ্জাকসহ জেলা, মহানগর ও উপজেলা ছাত্রলীগের নেতারা। অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ র্যালী-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম জামাল হোসে, সম্পাদক ও পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ দলীয় নেতা-কর্মীরা।

বামনা(বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বরগুনার বামনায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ মজিবুর বহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন এবং কেক কেটে দিবসটির সূচনা করে বামনা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে সরকারী সারওয়ারজান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জনাব শওকত হাচানুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন, বামনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা।
সভায় বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো.মোশারফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগীর, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.সাইদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক ও বরগুনা জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসেন মোল্লা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোসা.নাজমুন নাহার নাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন জনি।

লালমোহন(ভোলা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথচলার আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। এমপি শাওন আরও বলেন, ১৯৭৫ সালে পরিবারের সবাইকে হারিয়েও জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক করোনাকালে দেশের গরিব-দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের যেভাবে খাদ্য ও নগদ সহায়তা করেছেন, তা বিশ্বের ইতিহাসে নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন এবং পরে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তূজা সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ আরও অনেকে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েম সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৪ ডিসেম্বর (মঙ্গলবার) আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। একটি আনন্দ র‌্যালি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে দলীয় কার্যালায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা শাখার আওয়মীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব কবির উদ্দিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠুসহ প্রমুখ।

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন উৎযাপন উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে জন্মদিন উপলক্ষে র্যালীটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময় নিহত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজান পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।  

রাউজান প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ্ব কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা মুক্তিযোদ্বা স্মৃতি কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পনের মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন। মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা মুক্তিযোদ্বা স্মৃতি কমপেলক্স ভবনের সামনে রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিফের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাউজান পৌরসভার কাউন্সিলর বশির উদ্দিন খান। সভায় আরো উপস্থিত ছিলেন-রাউজান উপজেলঅ ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলূ, ছাত্রলীগ নেতা জুয়েল, জীবন, সাবের, নাসির উদ্দিন, আরমান সিকদার, ফযসাল মাহমুদ, মনির তালুকদার, তারেক, আরফাত, ইমন, শাহেদ, সাব্বির, আরিফ, প্রীতম, মুন্না, সাকিব, ইমতিয়াজ, ইরফান ইসলাম, দেবজীৎ দে প্রমুখ।
 
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে আনুষ্ঠানের শুরু করে উপজেলা ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও সাম্পাদক মো. সজিব মিয়ার নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, সাবেক জিএস মো. জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু, প্রমূখ। এসময় উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।