Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

কালিয়াকৈরে ৪ ইটভাটা উচ্ছেদ, জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৫, ২০২০, ০২:৩৯ পিএম


কালিয়াকৈরে ৪ ইটভাটা উচ্ছেদ, জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দড়বাড়িয়া এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহাযে ভেঙ্গে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা ন্যাশনাল ব্রিকস ২ লাখ টাকা, রায়মা ব্রিকস ২ লাখ টাকা, স্ট্রং ব্রিকস ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার। এছাড়া র‌্যাব ১ ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, কালিয়াকৈর উপজেলা দড়বাড়িয়া এলাকায় অবৈধ ইট ভাটা অভিযান পরিচালনা করে ৪টি ভেঙ্গে দিয়ে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস