Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কুড়িগ্রামে সাংবাদিক ও সুশিল সমাজের প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

মার্চ ৭, ২০২০, ০৯:০৭ এএম


কুড়িগ্রামে সাংবাদিক ও সুশিল সমাজের প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রামে সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জেলা পরিষদ মিলানায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। জেলা ডিফেন্ডার্স ফোরামের সভাপতি এ কে এম সামিউল হক নান্টু সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস এম ছানালাল বকসী, প্রশিক্ষণের সমন্বয়ক আব্দুর রউফ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা সম্মিলিত ভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনি অনুষ্ঠানে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি’র প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

আমারসংবাদ/কেএস