Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বন্দুকযুদ্ধ: টেকনাফে জকির গ্রুপের দুইজন নিহত

টেকনাফ প্রতিনিধি

মার্চ ১২, ২০২০, ০৫:০৮ এএম


বন্দুকযুদ্ধ: টেকনাফে জকির গ্রুপের দুইজন নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের নূর আহমদের ছেলে নূর কামাল ওরফে সোনায়া ও মৌচনি ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম ওরফে ডিবি সাইফুল।

তারা দুইজনই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত জকির গ্রুপের সদস্য ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫, সিপিএসসি এর কমান্ডার মেজর মেহেদী জানান, মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন কামাল ও সাইফুল। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আমারসংবাদ/জেডআই