Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

করোনা: কেরানীগঞ্জে প্রায় ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া মওকুফ

সামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ

মার্চ ২৫, ২০২০, ০১:৫৫ পিএম


করোনা: কেরানীগঞ্জে প্রায় ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া মওকুফ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকার কেরানীগঞ্জে এক বাড়ীর মালিক ভাড়াটিয়াদের চলতি মাসের প্রায় ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া মওকুফ করে মহত্বের পরিচয় দিয়েছেন। বাড়ির মালিক হাজী মুরাদ হোসেন শুভাঢ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। এই ঘোষণার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ও সাধারণ মানুষের প্রসংশায় ভাসছেন এই জনপ্রতিনিধি।

এই জনপ্রতিনিধি দৈনিক আমার সংবাদ কে বলেন, আমি দেশের বর্তমান অবস্থার বিবেচনা করে আমার যে বাড়ি ভাড়া সেটা একমাসের জন্য মওকুফ করে দিলাম এবং আমি আশা করব আমাকে দেখে অন্য অনেক বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সবাই মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমরা এই কঠিন অবস্থা থেকে ফিরে আসতে পারবো।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, দেশের এই জরুরি মুহূর্তে কেরানীগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি যারা সমাজের উন্নয়নে নিজ উদ্যোগে ভূমিকা রাখেন, তারা যদি বর্তমান সময়ে এগিয়ে আসেন তাহলে দুঃখী মানুষের অনেক উপকার হবে।

আমারসংবাদ/কেএস