Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা প্রতিরোধে প্রস্তুত কুলাউড়ার চিকিৎসকরা

কুলাউড়া প্রতিনিধি

মার্চ ২৫, ২০২০, ০৩:৫৪ পিএম


করোনা প্রতিরোধে প্রস্তুত কুলাউড়ার চিকিৎসকরা

কুলাউড়ায় কবোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, সেকমো, নার্স, ওয়ার্ডবয়, ক্লিনারদের সমন্ময়ে ৬০ সদস্যের একটি পিপিই টিম গঠন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) এই টিম গঠন করা হয়। উপজেলা পরিষদের সহযোগীতায় এই পিপিই টিম প্রস্তুত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক বলেন উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়ে পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) প্রস্তুত করা হয়েছে।

ডাক্তার, সাকমো, নার্স, ওয়ার্ডবয় এবং ক্লিনারসহ মোট ৬০ জনকে নিয়ে এ টিম গঠন করা হয়েছে। প্রতি ১০ জনের একটি টিম ৭দিন করে দায়িত্ব পালন করবেন। এরপর ওই টিম ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন এবং নতুন ১০ জনের আরেকটি টিম দায়িত্ব পালন শুরু করবেন।

আমারসংবাদ/কেএস