Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশে ২০-৫০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২০, ০৯:৩৯ এএম


দেশে ২০-৫০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা করে যে খবর প্রকাশ করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং অতিরঞ্জিত।

শনিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এই পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয় ও মোট ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

আমারসংবাদ/জেডআই