Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাড়ি ভাড়া মওকুফ চাইলেন ব্যারিস্টার সুমন

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২০, ০৪:৪০ পিএম


বাড়ি ভাড়া মওকুফ চাইলেন ব্যারিস্টার সুমন

 

ফেসবুক লাইভে এসে এবার বাড়ি ভাড়া মওকুফ চাইলেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বুধবার (১৩ মে) তিনি ফেসবুক পেইজ থেকে লাইভে এসে দেশের সকল বাড়ি মালিকদের প্রতি এ আহ্বান জানান।

ব্যারিস্টার সুমন বলেন, আমরা এখন একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না কবে এই করোনাভাইরাস আমাদের মুক্তি দিবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করোনাকে জয় করতে হবে। আমরা যারা বাড়ি ভাড়া থাকি তারা একটা বিশাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। গত প্রায় তিনমাস যাবত আমরা গৃহবন্দি। কোনো কাজ নেই আমাদের। আমার নিজের ঢাকার বাসায় তিনমাসের ভাড়া বকেয়া, জানি না কীভাবে দিবো।

‘দেশের বেশিরভাগ মানুষ-ই বেসরকারি চাকরিজীবী। এ অবস্থায় তারা পাচ্ছে না বেতন, বোনাস তো দূরের কথা। অনেকে চাকরিচ্যুত হয়েছেন। আবার সরকারি যারা আছেন তারা শুধু মাসের বেতনটাই পাচ্ছেন। আর কিছু না। এখন আমার আহ্বান, যেসব বাড়ির মালিকরা শুধু ভাড়ার উপর নির্ভরশীল নয় তারা যেনো অন্তত একটা মাসের ভাড়া হলেও মওকুফ করেন।'

‌‘আমি জানি, ভাড়ার উপর নির্ভরশীল নয় এমন বাড়ি মালিকের সংখ্যা অনেক। এটা তো রমজান মাস, আপনারা তো যাকাতও দেবেন। যেভাবেই ভাবুন যদি বাড়ি ভাড়াটা মওকুফ করেন তাহলে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে একটা মানবিক সম্পর্ক গড়ে উঠবে।’

‘দেখেন, বাইরের দেশের সরকার তো জনগণের নিজস্ব একাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। আমাদের তো সেই সুযোগ নেই। খাদ্যের সংকুলান করতেই আমাদের হিমসিম খেতে হচ্ছে। তবুও তো সরকার চেষ্টার কোনো কমতি রাখছে না। আপনারাও যদি সেই চেষ্টায় সামিল হোন সেটা হবে রমজানের বিরাট ত্যাগ।’

আমারসংবাদ/জেআই