Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

উপজেলার শীর্ষ স্থানে হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মে ৩১, ২০২০, ১২:২৭ পিএম


উপজেলার শীর্ষ স্থানে হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা

এবারের দাখিল পরিক্ষার ফলাফলে উপজেলার শীর্ষ স্থানের তালিকায় লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়নের হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা ।

রোববার (৩১ মে) ফলাফল পাওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দের বন্যা। এবারের দাখিল পরিক্ষার্থী ছিল ৮৮ জন। তাদের মধ্যে ১০ জন এ প্লাস', ৪৮ জন এ’, ১৬ জন ‘এ মাইনাস’, ৮ জন ‘বি’, ও ৬ জন সি' গ্রেড পেয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বালাগাত উল্যাহ বলেন, সকল শিক্ষক, অভিভাবক, মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফলে দাখিল পরিক্ষায় আমাদের মাদ্রাসা শতভাগ পাস করে উপজেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় নাম লিখানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে ইবতেদায়ী সমাপণী, জেডিসি ও দাখিল ও আলিম পরিক্ষায় ভাল ফলাফল করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখেছে।

আমারসংবাদ/কেএস