Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘ভৈরবে রাত ৮টার পর কোন লোকজন চলাচল করতে পারবেনা’

জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

জুন ২২, ২০২০, ০৩:০৮ পিএম


‘ভৈরবে রাত ৮টার পর কোন লোকজন চলাচল করতে পারবেনা’

ভৈরবে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার এবং মাস্ক না পড়ায় ১ জনকে ৫শ টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্র্যাম্যমান আদালতভৈরববাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার এবং মাস্ক না পরায় ১ জনকে ৫শ টাকাসহ মোট ৪০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

এ বিষয়ে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার এবং মাস্ক না পরায় ১ জনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে এবং রাত ৮টার পর থেকে সড়কে বা রাস্তায় কোন লোকজন চলাচল করতে পারবেনা । যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আমারসংবাদ/এমআর