Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২০, ০৯:১৬ এএম


‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি

বাংলাবান্ধা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটি উদ্বোধন করবেন।

রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হবে ট্রেনটি। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে এ ট্রেন নিয়মিত চলাচল করবে বলে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি রাজশাহী পৌঁছাবে ৯ ঘণ্টা পর। আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস ছাড়বে রাত সাড়ে ৯টায়।

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ার ও শোভন শ্রেণির ৭৬৪ ও ৭৫২টি আসনের ব্যবস্থা থাকবে। রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার নতুন এই ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকবে।

ট্রেনটি রাজশাহী-পঞ্চগড় উভয় পথেই যাত্রাবিরতি করবে নাটোর, আব্দুল্লাহপুর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর জংশন, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুহিয়া ও কিসমত স্টেশনে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার নামের সঙ্গে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করেছেন 'বাংলাবান্ধা এক্সপ্রেস'।

আমারসংবাদ/এআই