নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২০, ০৯:১৬ এএম
বাংলাবান্ধা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটি উদ্বোধন করবেন।
রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হবে ট্রেনটি। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে এ ট্রেন নিয়মিত চলাচল করবে বলে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)
পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি রাজশাহী পৌঁছাবে ৯ ঘণ্টা পর। আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস ছাড়বে রাত সাড়ে ৯টায়।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ার ও শোভন শ্রেণির ৭৬৪ ও ৭৫২টি আসনের ব্যবস্থা থাকবে। রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার নতুন এই ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকবে।
ট্রেনটি রাজশাহী-পঞ্চগড় উভয় পথেই যাত্রাবিরতি করবে নাটোর, আব্দুল্লাহপুর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর জংশন, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুহিয়া ও কিসমত স্টেশনে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার নামের সঙ্গে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করেছেন 'বাংলাবান্ধা এক্সপ্রেস'।
আমারসংবাদ/এআই