Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫,

বিশৃঙ্খলার কোনও আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২০, ১০:৩৩ এএম


বিশৃঙ্খলার কোনও আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

রাজধানীর পূজামণ্ডপগুলোতে বিশৃঙ্খলার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, সব মণ্ডপেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা সুন্দরভাবে পূজামণ্ডপে আসছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, করোনার কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজামণ্ডপে দর্শনার্থীদের চলাচলে স্ট্যান্ডিং ফোর্স দেয়া সম্ভব হয়নি। পূজামণ্ডপে দর্শনার্থী যারাই আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিরাপত্তার বিষয়ে ভীষণ খুশি সন্তুষ্ট।

এছাড়াও করোনা পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর কোনো পূজামণ্ডপে এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে আশা করবো, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করেন।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আমারসংবাদ/জেডআই