Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনার দ্বিতীয় ঢেউ: বগুড়ায় রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

বগুড়া প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২০, ০৩:২০ পিএম


করোনার দ্বিতীয় ঢেউ: বগুড়ায় রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ থেকে রক্ষা পেতে বগুড়া পৌর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল ও হাট-বাজার রাত ৮টা থেকে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

এ ব্যাপারে রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একে এম মাহবুবুর রহমান জানিয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলার দুটি পিসিআর ল্যাবে ২৯৪টি নমুনা পরীক্ষায় ৬৭ জন সংক্রমিত হন। এর মধ্যে বগুড়া সদরের বাসিন্দা ৬৩ জন।

এছাড়া শনিবার পর্যন্ত সরকারি হিসেবে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৭ জন, সুস্থ ৭ হাজার ৮৭৬ জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২১ জন এবং মারা গেছেন ২০০ জন। 

আমারসংবাদ/জেআই