Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভালুকায় করোনা প্রতিরোধে নো মাস্ক নো সার্ভিস শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২০, ১১:০৫ এএম


ভালুকায় করোনা প্রতিরোধে নো মাস্ক নো সার্ভিস শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত     

ময়মনসিংহের ভালুকায় করোনা ভাইরাস’র সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নো মাস্ক নো সার্ভিস র্শীষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫নভেম্বর) সকালে ভালুকা বাজার পাঁচ রাস্তার মোড়ে ভালুকা উপজেলায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে ভালুকা উপজেলায় নো মাস্ক, নো সার্ভিস শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।

তিনি উপজেলা প্রশাসন, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ জন সাধারনের মাঝে ৭ হাজার মাস্ক বিতরণ করেন।

নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি। 

এসময় করোনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন, স্বাস্থ্য কর্মকর্তা ড.সোহেলী শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা আ’লীগের (সাবেক) প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ মিয়া, প্রবীন সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভালুকা শাখার সভাপতি আ.ফ.ম আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই