Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

গ্রাহকের টাকা আত্মসাৎ: এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২০, ০৭:৪০ এএম


গ্রাহকের টাকা আত্মসাৎ: এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

সিলেটের হবিগঞ্জে গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর মতিঝিল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মাহমুদুল হক হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকার বাসিন্দা।

ওসি ইকবাল হোসেন জানান, ২০১৩ সালে মাধবপুর পৌর এলাকার ব্যবসায়ী মো. আদিল হোসেন এবি ব্যাংক মাধবপুর শাখায় ৮৫ লাখ টাকার একটি এফডিআর করেন।

তখন এবি ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপক ছিলেন সৈয়দ মাহমুদুল হক। তিনি ওই ব্যবসায়ীর এফডিআরের ৮৫ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

সম্প্রতি ওই ব্যবসায়ী এফডিআর ভাঙতে গেলে তিনি দেখেন ব্যাংকে তার কোন টাকা নেই। 

এ ঘটনায় এবি ব্যাংকের মাধবপুর শাখার বর্তমান ম্যানেজার লিয়াকত আলী বাদি হয়ে গত ১ ডিসেম্বর সৈয়দ মাহমুদুল হককে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

আমারসংবাদ/এআই