Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চালনা পৌরসভা নির্বাচনের প্রচারণা

এস এম, মামুনুর রশিদ, দাকোপ (খুলনা)

ডিসেম্বর ১১, ২০২০, ১২:০৫ পিএম


প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চালনা পৌরসভা নির্বাচনের প্রচারণা

খুলনার চালনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দে পর প্রার্থীদের প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে গোটা পৌরসভা। 

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরের পর প্রার্থীদের পক্ষে মাইকিং ও প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার অলিগলি পাড়া মহল্লা। উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে সকল পদের প্রার্থীরা ভোটারদের মন জয়ে মাঠে নেমে পড়েছেন।  

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার এম মাজহারুল ইসলাম জানান, ২৮ ডিসেম্বর চালনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থীকে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল খয়ের খান (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল (জগ) এবং স্বতন্ত্র প্রার্থী গৌতম কুমার রায় (নারকেল গাছ)।  

সংরক্ষিত কাউন্সিলর পদে ১ (১,২.৩) ওয়ার্ডে কনিকা রানী বৈরাগী (চশমা), রাবেয়া পারভীন (হারমোনিয়াম), আমোদিনী রায় (অটোরিক্সা), অঞ্জনা সরকার (জবা ফুল), মোসাম্মত রুবাইয়া ইয়াসমিন (আনারস)। সংরক্ষিত কাউন্সিলর ২ (৪,৫,৬) ওয়ার্ডে হাছিনা বেগম (আনারস), মঞ্জু রানী ধর (চশমা)। সংরক্ষিত কাউন্সিলর ৩ (৭,৮,৯) ওয়ার্ডে নাছিমা বেগম (আনারস), রাধা জোয়াদ্দার (জবা ফুল), জামিলা বেগম (চশমা)। 

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১নং ওয়ার্ডে শুভংকর রায় (উটপাখি), দেবব্রত রায় (টেবিল ল্যাম্প), গোবিন্দ বিশ্বাস (ডালিম), নিত্যানন্দ রায় (পানির বোতল), সুকুমার রায় (ব্লাকবোর্ড)। ২নং ওয়ার্ডে  আব্দুল বারিক শেখ (ডালিম), বিলাশ বিশ্বাস (উট পাখি)। ৩নং ওয়ার্ডে কৃষ্ণপদ বিশ্বাস (ডালিম), মোঃ রোস্তম আলী খান (উট পাখি)। ৪নং ওয়ার্ডে  আইয়ুব কাজী (উট পাখি), মাসুদ রানা (পানির বোতল)। ৫নং ওয়ার্ডে চয়ন সাহা (উট পাখি), অসিত কুমার সাহা (টেবিল ল্যাম্প)। ৬নং ওয়ার্ডে সুধীন্দ্র বিশ্বাস মাখন (টেবিল ল্যাম্প), মোঃ আল আমীন শেখ (পানির বোতল), মিহির বিশ্বাস (উট পাখি)। ৭নং ওয়ার্ডে দেবাশিষ ঢালী (পানির বোতল), মোঃ আব্দুস সাত্তার সরদার (ডালিম), উত্তম রায় (উট পাখি), বিপ্লব কান্তি বিশ্বাস (টেবিল ল্যাম্প)। ৮নং ওয়ার্ডে কে এম আজগর হোসেন ছাব্বির (উট পাখি), এস এম আব্দুল গফুর (টেবিল ল্যাম্প), মোঃ শহর আলী শেখ মনি (পাঞ্জাবি)। ৯নং ওয়ার্ডে শেখ মেহেদী হাসান বুলবুল (পানির বোতল), শেখ মহসিন রেজা (ডালিম) কমলেশ  গোলদার (উট পাখি) মিন্টু আচারী (টেবিল ল্যাম্প)। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার কাজী মাহমুদ হোসেন,থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীসহ সকল পদের প্রার্থীরা।

আমারসংবাদ/এআই