Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

পদ্মাসেতুর টোল এখনো চূড়ান্ত হয়নি: সেতু বিভাগ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২০, ০২:৫০ পিএম


 পদ্মাসেতুর টোল এখনো চূড়ান্ত হয়নি: সেতু বিভাগ

পদ্মাসেতুর টোল এখনো চূড়ান্ত হয়নি। টোলের হার নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহবান জানিয়েছে সেতু বিভাগ।

বিভিন্ন সংবাদ মাধ্যমের এ সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর টোলের উচ্চ হার নিয়ে সমালোচনা চলছে।

এর জবাবে মঙ্গলবার সেতু বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব।

উল্লেখ্য, ১০ নভেম্বর শেষ স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতু পূর্ণ রুপ পেয়েছে। রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব স্থাপনসহ অন্যান্য কাজ শেষে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দ্বিতল এই সেতু চালু হবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে নির্মিত এ সেতু ব্যবহারে টোল দিতে হবে।

আমারসংবাদ/এআই