Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মেট্রোরেলের ভাড়া প্রতি কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২১, ১০:৫৫ এএম


মেট্রোরেলের ভাড়া প্রতি কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সার প্রস্তাব

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে (এমআরটি-৬) প্রতি কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সা ভাড়া প্রস্তাব করা হয়েছে ভাড়া নির্ধারণ কমিটির সভায়। সড়ক পরিবহন মন্ত্রণালয় অনুমোদন দিলে তা চূড়ান্ত হবে।

গত রোববার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত কমিটির প্রথম সভা থেকে এ প্রস্তাব করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ি থেকে উত্তরা পর্যন্ত ভাড়া প্রস্তাব করা হয়েছে ৪৮ টাকা ২৫ পয়সা।

মেট্রোরেল কর্তৃপক্ষ ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) ভাড়া নির্ধারণ কমিটির সভায় যে হিসাব দিয়েছে, সেই অনুযায়ী প্রতি মাসে পরিচালন ব্যয় হবে ৬৯ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২২৯ টাকা। দৈনিক ব্যয় হবে দুই কোটি ৩৩ লাখ পাঁচ হাজার ৭৪১ টাকা। দৈনিক ব্যয় মেটাতে চার লাখ ৮৩ হাজার যাত্রী হলে কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সা ভাড়া নিতে হবে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হতে পারে।

জানা গেছে, ২০ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলে স্টেশন থাকবে ১৬টি। ২০২২ সালের জুনে মেট্রোরেল চালুর ঘোষণা দেওয়া হবে।

মেট্রোরেল আইন-২০১৫ অনুযায়ী ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি রয়েছে ভাড়া নির্ধারণে।

ভাড়া নির্ধারণ কমিটির প্রধান ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেছেন, তারা সরকারের নির্দেশনা মতে কিলোমিটারপ্রতি ভাড়া প্রস্তাব করেছেন। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। ভাড়া চূড়ান্ত করবে সরকার। প্রস্তাবিত ভাড়া কম-বেশি হতে পারে।

আমারসংবাদ/জেআই