Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ঢাকায় মাসে ১৫ থেকে ২০ খুন

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০১:৪৫ পিএম


ঢাকায় মাসে ১৫ থেকে ২০ খুন

পুলিশ জানিয়েছে, রাজধানীতে প্রতিমাসে গড়ে ১৫ থেকে ২০টি হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসে রাজধানীতে এ পর্যন্ত দুটি  হত্যার ঘটনা ঘটেছে।

১০ ফেব্রুয়ারি পূর্ব জুড়াইন এলাকায় মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। এ সময় অপর একজন আহত হন। এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

ডিবি পুলিশ এই হত্যার অভিযোগে ১৪ ফেব্রুয়ারি শহরের সংলগ্ন অঞ্চল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শুক্কুর, মো. নুরুল ইসলাম স্বপন, মো. রতন ওরফে সোলায়মান, মো. শফিকুর রহমান ওরফে দিপু, ফাহিম হাসান তানভীর ওরফে লাদেন, মো. তারিকুল ইসলাম, এবং মাসুদ পারভেজ। এসব ব্যক্তিরা হত্যাকাণ্ড ছাড়াও মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত।  

মাহবুব আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটে।

১২ ফেব্রুয়ারি মুগদাতে হাসান মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় গোয়েন্দারা সাত কিশোরকে গ্রেফতার করে। এই সাত কিশোর তানভীর নামে এক কিশোরের নেতৃত্বে ‘ব্যান্ডেজ’ নামে একটি গ্যাংয়ের সদস্য।

করোনা ভাইরাসের লকডাউন চলাকালে কিশোর গ্যাংগুলো নিষ্ক্রিয় ছিল জানিয়ে ডিবি কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে পুলিশ দেখছে, এখন সক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, মূলত, নিম্ন-আয়ের পরিবারগুলোর শিশুরা কিশোর-গ্যাংয়ের সাথে জড়িত।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ সম্পর্কে একটি গবেষণা চলছে।

আমারসংবাদ/জেআই