Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৭:৩০ পিএম


একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি ১৯৫২। বাঙালি জাতির চিরদিনের প্রেরণা আর ত্যাগের মহিমায় ভাস্বর একটি দিন। যে দিনটি সারা বিশ্বে জাতি হিসেবে বাঙালিকে এনে দিয়েছিল নতুন পরিচয়। মায়ের ভাষাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র রুখে দিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেদিন বাঙালি জাতি ত্যাগের সত্তা এনেছিল, তা আজো কোনো জাতি অর্জন করতে পারেনি। সেদিন থেকেই একুশ মানেই বাঙালির চির প্রেরণার প্রতীক। সেদিন হতে ‘একুশ’ মানে মাথা নত না করা। একুশ মানে অদম্য গতিতে পরাধীনতার শেকড় উপড়ে ফেলা। একুশ মানে বিশ্বের বুকে বাঙালির চেতনার সত্তা। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর সেই অমর একুশে ফেব্রুয়ারি আজ।

অমর একুশে ফেব্রুয়ারিতে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করলো দেশের সকল শ্রেণী-পেশার মানুষ। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা ভাষাশহীদদের স্মরণের কিছু সময় দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর পর স্পিকার শিরীন শারমীনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

[media type="image" fid="111508" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে  শ্রদ্ধা জানান দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর নেতৃত্বে দলটির পক্ষে থেকে ভাষাশহীদদের স্মরণের শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরি, কর্নেল (অবঃ) মোহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর পুলিশ, নৌ ও বিমান বাহিনীসহ দেশের আইনশৃঙ্খা বাহিনীর সদস্যরা শ্রদ্ধা জানান।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

[media type="image" fid="111504" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

এরপর শ্রদ্ধা জানান দেশের বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা জানান দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

[media type="image" fid="111507" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠনের পক্ষে থেকে দিনের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সারাদেশে ভাষাশহীদদের স্মরণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

[media type="image" fid="111505" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]