Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘লকডাউনের নামে জামাতে নামাজ বন্ধ করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২১, ০১:০৫ পিএম


‘লকডাউনের নামে জামাতে নামাজ বন্ধ করা যাবে না’

করোনার নামে লকডাউন দিয়ে মসজিদে জামাতে নামাজ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় একটি সভা করে হেফাজত। বেলা সাড়ে ১১টায় সভাটি শুরু হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হেফাজতের আমির বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক। আমরা আমাদের অবস্থানে কাজ করি আগের মতো। হেফাজত কখনও সরকার পতনের জন্য আন্দোলন করেনি। বর্তমান সরকার ১০০ বছর ক্ষমতায় থাকলেও কোনো আপত্তি নেই। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে হেফাজত তার বিরুদ্ধে কথা বলে।’

বাবুনগরী বলেন, ‘করোনার নামে লকডাউন দিয়ে মাদরাসা বন্ধ করা যাবে না। মসজিদের জামাত বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে। জুমা চলবে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ জন করে নামাজ আদায় করবে তা মানা যাবে না। এগুলো শরিয়ত পরিপন্থি, শরিয়তবিরোধী কথা।’

তিনি বলেন বলেন, ‘কওমি মাদরাসায় একটা কালেকশন আসে রমজান মাসে। এই লকডাউন  দিয়ে এগুলো বন্ধ করতে চাচ্ছে সরকার।’

মাদরাসায় পুলিশ র‍্যাব পাঠিয়ে হয়রানি করা হচ্ছে দাবি করে বাবুনগরী বলেন, ‘মাদরাসায় গিয়ে তারা মাদরাসার আয়ের উদ্দেশ্য, কমিটি, হুজুর, ছাত্রদের সম্পর্কে জানতে চাইছে। হয়রানি করতেছে। কওমি মাদরাসার আয়ের উৎস দেশের জনগণ।’

মামুনুল হকের বিষয়ে তিনি বলেন, ‘আজকে হেফাজতের  সভায় মামুনুল হককে নিয়ে কোনো আলোচনা হয়নি। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা ওঠেনি। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয়নি। মামুনুলের বিষয়টি তার একান্তই ব্যক্তিগত বিষয়।’

সংবাদ সম্মেলনে, হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতারদের মুক্তি দাবি করেন হেফাজতের আমির। 

আমারসংবাদ/এএসএম