Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশে করোনায় মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২১, ১০:৩৫ এএম


দেশে করোনায় মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ৯৩৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৩৮৬ জন। মোট শনাক্ত ৭ লাখ ৭৩হাজার ৫১৩জনে দাঁড়িয়েছে। 

রোববার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৯জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ১০ হাজার ১৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। 

৪৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ এবং১৬হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৬লাখ ৩০হাজার ৮৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

আমারসংবাদ/জেআই