Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

এসএসসির সিলেবাস কমানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২১, ০৯:১০ এএম


এসএসসির সিলেবাস কমানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুন) রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় মানববন্ধন করেন তারা।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল প্রতিষ্ঠান বন্ধ। দরিদ্র পরিবারের অনেক ছাত্র-ছাত্রী আছে, যারা এই মহামারিতেও ভার্চুয়ালি ক্লাস করতে পারেনি।

এমন অবস্থায় ও এতো অল্প সময়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত সিলেবাস পড়ে শেষ করা কোনো শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। তাই সাধারণ ছাত্র-ছাত্রী ও দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে সিলেবাস ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করতে হবে।  

[media type="image" fid="128490" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, আমরা আপনার সন্তানের মতো। সন্তানদের সকল সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব আপনার। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের দাবি আপনার (শিক্ষামন্ত্রী) মানতে হবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত মানি না মানব না বলে স্লোগান দেন।

[media type="image" fid="128487" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

এসময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বাধা দিয়েছে অভিযোগ করে তারা বলেন, করোনার মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা এখন সময়ের দাবি। আমরা শান্তিপূর্ণ মানববন্ধনও করছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং দ্রুত স্থান ত্যাগ করতে বলছেন। তবে শিক্ষার্থীদের এমন অভিযোগের ৩ মিনিট পর মানববন্ধন শেষ করেন তারা।

[media type="image" fid="128489" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

আমারসংবাদ/জেআই