Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রূপগঞ্জে আগুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২১, ১০:১০ এএম


রূপগঞ্জে আগুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের লাশ বুধবার (৪ আগস্ট) স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে।

এদিন বেলা পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে ২৪ জনের লাশ হস্তান্তর শুরু হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ফরেনসিক রিপোর্টে ৪৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে, বাকি ২১ জনের লাশ আগামী শনিবার হস্তান্তর করা হবে।

গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। ওইসময় তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পুড়ে গিয়ে বাকি লাশগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার পর কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত ১০ জুলাই আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাসেম ও তার চার ছেলে জামিনে মুক্তি পান।

আমারসংবাদ/জেআই