Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

‘বঙ্গবন্ধুর খুনির কবর সংসদ চত্বরে থাকতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:১০ পিএম


‘বঙ্গবন্ধুর খুনির কবর সংসদ চত্বরে থাকতে পারে না’

বঙ্গবন্ধুর খুনি, স্বাধীনতাবিরোধীদের কবর মহান জাতীয় সংসদ চত্বরে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে। তার কবর থাকবে টুঙ্গিপাড়ায়। আর পাকিস্তানিদের দোসর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের কবর জাতীয় সংসদসহ গৌরবোজ্জ্বল জায়গায় থাকবে, তা হতে পারে না। এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান জাতির পিতার খুনি, এ কথা ধ্রুব সত্য। তাকে খুনি প্রমাণ করার জন্য সব ধরনের দলিলাদি আছে। রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিশ্চিত করার কথা ছিল জিয়াউর রহমানের। কিন্তু তিনি তা না করে বঙ্গবন্ধুকে হত্যার সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেন।

রাজধানীসহ সব নগর-মহানগর এমনকি গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে, জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকাকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয়েছে।

মন্ত্রী জানান, ঢাকা শহরের প্রত্যেক খাল দখলদারমুক্ত করা হবে। খালের দুই পাড়ে বাঁধ দিয়ে ওয়াকওয়ে তৈরি করা হবে। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় থাকা খালগুলো শিগগির সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

আমারসংবাদ/জেআই