Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পল্লবী থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২১, ০৯:৫০ এএম


পল্লবী থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থীকে উদ্ধার

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (৬ অক্টোবর) র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিন বিকালে পল্লবী থানার এসআই সজীব খান বলেন, তিন ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। তারা বর্তমানে র‍্যাব- ৪ এর অফিসে রয়েছে। সেখান থেকে তাদের থানায় আনা হবে।   

জানা গেছে, পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর প্রথমে তারা কুমিল্লায় যান, পরে কক্সবাজার সি সাইন হোটেলে উঠেন। ফেরার পথে গাজীপুর থেকে র‍্যাব তিন শিক্ষার্থীকে উদ্ধার করে।

মেহজাবিন নামের এক নারী তাদের প্ররোচিত করেছে বলে দাবি করেছে উদ্ধারকৃত শিক্ষার্থীরা। তাদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হন তিন বান্ধবী। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায়। 

নিখোঁজ হওয়ার পর পরিবার দাবি করেছিল- বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এ জন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।   

এ ঘটনায় এক শিক্ষার্থীর মা পল্লবী থানায় অপহরণ মামলা করেন। মামলার পর এক তরুণীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

আমারসংবাদ/জেআই