Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এবার পলাশীতে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১২:১০ পিএম


এবার পলাশীতে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক

এবার রাজধানীর পলাশী এলাকায় এক ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাশে সেলুনের মালিক বলেন, আমি কাজে ছিলাম, তাই পুরো ঘটনা দেখিনি। তবে আগুন লাগার পর পলাশীর দিক থেকে কয়েকজন ট্রাফিক সদস্য আর একজন সার্জেন্ট দৌড়ে আসেন। তারা আমার কাছে থাকা পানি দিয়ে আগুন নেভাতে চাইলে বাইকওয়ালা পানি দিতে নিষেধ করেন। এরপর আর কেউ পানি দেননি। পরে বাইকটি সম্পূর্ণ পুড়ে যায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক সার্জেন্ট মামলা দিলে ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

তিনি বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।

তবে ইলিয়াস মিয়া নামে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা লিংক রোডে রাইড শেয়ারিংয়ের আরেক মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানাতে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

আমারসংবাদ/জেআই