Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

যানজটে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২২, ০৭:৩০ এএম


যানজটে নাকাল রাজধানীবাসী

মঙ্গলবার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে হয়ে রাজধানীর কর্মজীবীরা ভয়াবহ যানজটের কবলে পড়েছেন। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ক্ষেত্রবিশেষে পাঁচ মিনিটের রাস্তা পথ ঘণ্টাতেও পার হওয়া যায়নি।

রাজধানীর রামপুরা, মধ্য বাড্ডা, মালিবাগ, আবুল হোটেল, মগবাজার, শান্তিনগর এলাকার বিভিন্ন সড়কে যানজটের দৃশ্য দেখা গেছে। রামপুরা এবং মালিবাগ অঞ্চলের রাস্তাগুলোতে যানজটের তীব্রতা বেশি দেখা গেছে।

মালিবাগ এলাকায় যানজটে আটকা পড়া এক যাত্রী বলেন, ‘সকাল ৯টায় বের হইছি অফিসে যাবো এখন ১টার উপরে বাজে কিন্তু তাও অফিসে যেতে পারিনি। যানজটে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে’।

শান্তিনগরে আরেক যাত্রী বলেন, ‘শারীরীক ভাবে অসুস্থ লাগছে টিকা দিয়েছি। রাস্তায় এতই যানজট যে মাথা ঘুরিয়ে যেন পড়ে যাচ্ছি মনে হচ্ছে। এদিকে শরীরে জ্বরও আসতেছে, কখন বাসায় যাই ঠিক নাই’।

মালিবাগে ট্রাফিকের দায়িত্ব পালন করা পুলিশের এক সদস্য বলেন, ‘ইদানিং রাস্তায় কাজ চলছে যার ফলে এত যানজটে সৃষ্টি হচ্ছে। তাছাড়া গাড়ির চাপও বেশি। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়’।

আমারসংবাদ/আরএইচ/জেআই