Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ইউপি নির্বাচন: ষষ্ঠ ধাপে বিনা ভোটে নির্বাচিত হলেন ১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২২, ০৫:১৫ পিএম


ইউপি নির্বাচন: ষষ্ঠ ধাপে বিনা ভোটে নির্বাচিত হলেন ১৪৩ জন

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৪৩ জন্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন।

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির দেয়া তথ্য মতে, এই ধাপে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হয়েছেন।

এছাড়া পঞ্চম ধাপে ১৯৩ জন, চতুর্থ ধাপে ২৯৫ জন, তৃতীয় ধাপে ৫৬৯ জন, দ্বিতীয় ধাপে ৩৬০ জন এবং প্রথম ধাপে ১৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন।

আমারসংবাদ/এমএস