Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২২, ১০:০০ এএম


দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আমারসংবাদ/এমএস