Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রুপচর্চায় গাঁদা ফুলের ফেসপ্যাক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২১, ১০:৩০ এএম


রুপচর্চায় গাঁদা ফুলের ফেসপ্যাক

সবসময় গায়েহলুদের কনে সাজাতে কিংবা বিয়েবাড়ি সজ্জিত করতে গাঁদা ফুল ব্যবহার করা হয়। কিন্তু জানেন কী ত্বক চর্চাতেও গাঁদা ফুল কার্যকরী ভুমিকা রাখে।

গাঁদা ফুল এবং টক দইয়ের প্যাক:

গাঁদা ফুলের পেস্ট বা গুঁড়ার সঙ্গে টক দই, গোলাপ জল ও সামান্য লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিতে হবে। এরপর ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।। সপ্তাহে নিয়মিত মাখলে ত্বক হয়ে উঠবে সুন্দর ও উজ্জ্বল। এছাড়াও এই প্যাকটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে। 

গাঁদা ফুল এবং চন্দনের ফেসপ্যাক:

গাঁদা ফুলের পেস্ট বা পাউডার, দুধ, বেসন, চন্দনের সঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করত হবে। পরিষ্কার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাকটি ত্বক উজ্জ্বল করবে ও রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। 

আমারসংবাদ/এডি