Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রুপচর্চায় টমেটো ও মধুর প্যাক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২১, ০৯:২০ এএম


রুপচর্চায় টমেটো ও মধুর প্যাক

ঠান্ডা কাশিতে যেমন মধু উপকারী ভুমিকা রাখে, তেমনই তরকারির স্বাদ বাড়াতে কিংবা সালাদে টমেটো অতুলনীয়। তবে জানেন কী মধু ও টমেটো রুপচর্চাতেও অসাধারণ কাজ করে। নিয়মিত টমেটো ও মধুর প্যাক ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। 

 টমেটো ও মধুর প্যাক বানানোর নিয়মঃ 

প্যাকটি বানানোর জন্য টমেটো, মধু এবং লেবুর রস প্রয়োজন। 

প্রথমে টমেটো গ্রেট করে নিয়ে এর মধ্যে মধু ও লেবুর রস দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই প্যাকটি পরিষ্কার মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর শুকনোর জন্য অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার, নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে।

টমেটো অ মধুর এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে  ত্বকের পোড়া ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। 

আমারসংবাদ/এডি