Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

চা পাতায় ফিরবে ত্বকের লাবণ্য

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২১, ১১:৪৫ এএম


চা পাতায় ফিরবে ত্বকের লাবণ্য

চা কেবল আপনাকে সতেজই করবে না, আপনার ত্বককেও রক্ষা করবে নানা রকম সমস্যা থেকে। নিয়মিত চা পাতা ব্যবহারে ব্রণ, বলিরেখা ও দাগ দূর করে ত্বকে আনে লাবণ্য। 

চা পাতার ফেসপ্যাক

ব্যবহৃত ২ ব্যাগ গ্রিন টি থেকে চা পাতা বের করে এর মধ্যে ২ চা চামচ মধু, আধা চা চামচ দই ও লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

নিয়মিত এই প্যাকটি মুখে লাগালে ত্বকের দাগ দূর হবে।

চা পাতার টোনার

গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। পড়ে ঠান্ডা হলে লিকার দিয়ে মুখ ধুতে হবে। এইটি খুব ভালো টোনার হিসেবে কাজ করে। 

ব্রণ দূর করতে

চায়ের ঠাণ্ডা লিকারের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপর চেপে ১০ মিনিট রেখে দিলে ভালো ফল আসবে। এছাড়াও এই প্যাকটি ত্বকের তেল দূর করবে। 

আমারসংবাদ/এডি