Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

দর্শক প্রশংসায় ভাসছেন ঐশী!

বিনোদন প্রতিবেদক

আগস্ট ২৩, ২০১৯, ০৬:২৬ এএম


দর্শক প্রশংসায় ভাসছেন ঐশী!

চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী। বর্তমানে গান নিয়ে ভালো সময় কাটছে তার। অডিও ও সিনেমার গানে সমান তালে কাজ করে চলেছেন এই শিল্পী। আর স্টেজ শোর ব্যস্ততা তো রয়েছেই।

এদিকে, গেল ঈদেও গান নিয়ে সরব ছিলেন ঐশী। বিভিন্ন টিভি চ্যানেলে ছিল এ গায়িকার উপস্থিতি।

তবে দুঃখের খবর হল, শত ব্যস্ততার ঐশী ঈদের আগেই নিজের ফেসবুক হারিয়েছেন। জানা গেছে, আইডি ডিসেবল হয়ে গেছে তার। হ্যাকারদের কবলে পড়ে এ আইডিটি আর উদ্ধার হয়নি। আপাতত ঐশী নিজের কাজের আপডেট দিচ্ছেন তার ফেসবুক পেজের মাধ্যমে।

এদিকে, সম্প্রতি আরও একটি নতুন গান প্রকাশ হয়েছে ঐশীর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। গানের শিরোনাম ‘যদি আমি না থাকি’। এর কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। আর সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। সিএমভি থেকে প্রকাশের পরই ভালো সাড়া মিলছে বলে জানিয়েছেন ঐশী।

গায়িকার ভাষ্য, বেশ আলাদা ঢংয়ের একটি গান এটি। আমি যখন কণ্ঠ দেই তখনই আমার ভালো লেগেছিল। অন্য এক ঐশীকে এখানে আবিষ্কার করা যাবে। আর গানটি প্রকাশের পর থেকেই সাড়া মিলছে বেশ। এরইমধ্যে তিন লাখেরও বেশি মানুষ গানটি উপভোগ করেছেন। এটি সময়ের সঙ্গে সঙ্গে আরো ভালো অবস্থানে যাবে বলেই বিশ্বাস।

এদিকে, সম্প্রতি ঐশী গেয়েছেন ‘অবতার’ সিনেমায় ‘রঙ্গিলা বেবি’ শীর্ষক একটি গান, যা দারুণ আলোচনায় এসেছে। আইটেম এ গানটিতে পারফর্ম করেছেন নায়িকা মাহিয়া মাহি।

জেডআই