Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রাবিতে চূড়ান্ত আবেদনের শেষ ধাপ শুরু, দ্বিতীয় ধাপে বেড়েছে ১৮ হাজার

রাবি প্রতিনিধি

মার্চ ৩০, ২০২১, ০৩:২০ এএম


রাবিতে চূড়ান্ত আবেদনের শেষ ধাপ শুরু, দ্বিতীয় ধাপে বেড়েছে ১৮ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের শেষ ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

তিনটি ধাপে হওয়া চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপে বেড়েছে ১৮ হাজার ২৭৭টি আবেদন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা দাড়ালো ১লাখ ১৯ হাজার ৮৬৪টি।

সোমবার (২৯ মার্চ) রাতে তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।

তিনি বলেন, আমারা ইতোমধ্যে চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছি। মোট তিন ইউনিটে আবেদন করেছে ১লাখ ১৯ হাজার ৫৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা পূর্বের সংখ্যার ১৮ হাজার ২৭৭ টি বেশি। 

যেখানে এ ইউনিটে ৪১ হাজার ১৩৯ টি, বি ইউনিটে ৩৫ হাজার ৫৬১ টি এবং সি ইউনিটে ৪২ হাজার ৮৬৪ টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন পড়েছে। 

পরিচালক আরো বলেন, তিন ধাপে হওয়া চূড়ান্ত আবেদন প্রক্রিয়ার শেষ ধাপ শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। ফলে তালিকার পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে কম্পিউটারে নিজ আইডি দিয়ে লগইন করে আবেদনের সুযোগ পাবে বলে জানানা তিনি।

এর আগে,  গত ২৭ মার্চ বিকেল ৩টা পর্যন্ত চলা মোট তিন ইউনিটে প্রথম ধাপের চূড়ান্ত আবেদন পড়েছিল ১লাখ ১হাজার ২৮৭ টি। 

উল্লেখ্য, বি ইউনিটের বাণিজ্য শাখার জন্য বরাদ্দকৃত আবেদন সংখ্যা কম পড়ায় চূড়ান্ত তালিকার থাকা সকলে ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবে।

আমারসংবাদ/এআই