Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

'ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক হয়রানিকে সহজ করেছে'

অনিক আহমেদ, গবি প্রতিনিধি

মে ৩, ২০২১, ০৫:৫৫ এএম


 'ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক হয়রানিকে সহজ করেছে'

সময় টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর পলাশ মাহমুদ বলেছেন, 'সাংবাদিক হয়রানি বা নির্যাতন সব যুগেই কমবেশি ছিল। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন তৈরীর পর সহজে সাংবাদিক হয়রানি করার একটা উপায় তৈরী হয়ে গেছে। এটা থেকে আপাতত মুক্তির আশা দেখছি না।

তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুরো সাংবাদিক সমাজ একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহণ করলে অবস্থার কিছুটা হলেও পরিবর্তন সম্ভব।'

সোমবার (৩ মে) রাতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত বিশেষ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বর্তমানে সাংবাদিকতার দুরাবস্থার বিষয়ে তিনি বলেন, 'পত্রিকা বা টেলিভিশনগুলোর মালিক কারা দেখেন? এভাবে গণমাধ্যম উন্নতি করতে পারবে না। মুক্ত গণমাধ্যম বাংলাদেশ হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে সাংবাদিকতা পতনের দিকে যাচ্ছে। কারণ তা পূর্বের ন্যায় ব্যক্তি মালিকানাধীন থেকে দলীয় মালিকানায় কেন্দ্রীভূত হয়েছে।'

গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনির সঞ্চালনায় প্রায় দেড় ঘন্টাব্যাপী চলমান কর্মশালায় উপস্থিত গবিসাসের সদস্য ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

আমারসংবাদ/এআই