Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

চলতি মাসে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:১৫ পিএম


চলতি মাসে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শ্রেণি কার্যক্রম সীমিত আকারে চালু হলেও এখনও বন্ধ রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শেণি কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেওয়ার ব্যাপারে নানা কর্মসূচি পালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, শিক্ষার্থীদের টিকা প্রদান কর্মসূচির আওতায় এনেই হল খুলে দিয়ে পাঠদানে ফিরে যাওয়া হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা কিভাবে টিকা নিবে? এ প্রশ্নেরও সমধানও হচ্ছে শীঘ্রই, জাতীয় পরিচয় পত্র(এনআইডি) ছাড়াই মিলবে করোনার টিকা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং উপাচার্যদের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার শর্ত হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের করোনার অন্তত একডোজ টিকা নিতে হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সর্ম্পকে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাহাত আহমেদ বলেন, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার খবরে আমরা খুশি। তবে যতক্ষণ পর্যন্ত খুলে দেয়া না হচ্ছে ততক্ষণ একটা অনিশ্চয়তা থেকেই যায়। কারন বিশ্ববিদ্যাল খুলে দেয়ার তারিখ দফায় দফায় পরিবর্তন করা হয়েছে। অন্তত এক ডোজ টিকা দিয়ে যেভাবেই হোক এ মাসে খুলে দিতে হবে। 

ঢাকা কলেজের শিক্ষার্থী সাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্তে আমরা খুশি। বিশ্ববিদ্যালয় আর আবাসিক হল খুলে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার ছাড়া বিকল্প দেখি না। যতদ্রুত খুলবে তত আমাদের জন্য ভালো। এমনি অনেক পিছিয়ে গেছি আমরা।

আমারসংবাদ/ইএফ