Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কুয়েট ২২ অক্টোবর খোলার সিদ্ধান্ত

অক্টোবর ৪, ২০২১, ০৯:৫৫ এএম


কুয়েট ২২ অক্টোবর খোলার সিদ্ধান্ত

সারাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর আগামী ২২ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কুয়েট সূত্রে জানা যায়।
 
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ অক্টোবর শুক্রবার তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আগামী ৫ নভেম্বর শুক্রবার অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হবে। 

তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে ৭ নভেম্বর রোববার। 

কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবে।

আমারসংবাদ/এআই