Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন

নাইমুল ইসলাম কল্লোল, বশেমুরবিপ্রবি

অক্টোবর ১৬, ২০২১, ০৯:৫৫ এএম


দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমান রাজিবের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০.০০ টায় ঢাকা-খুলনা মহাসড়ক ঘোনাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা শিক্ষক হত্যার বিচার সহ মহাসড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবি জানান।

দাবির মধ্যে আছে মহাসড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ, মহাসড়কে তিন চাকার বাহন চলাচল বন্ধ, হাইওয়ে পুলিশের নজরদারি বৃদ্ধি, মহাসড়কের পাশে বাজার/বাসস্ট্যান্ড/শিল্পকারখানার অন্তর্গত অংশে যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন ও বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। 

এছাড়া দিনে মহাসড়কে সব ট্রাক, ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ মহাসড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত (১৩ অক্টোবর) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।